ঢাকাসোমবার , ২৭ ডিসেম্বর ২০২১
  • অন্যান্য

বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে ২০২১ সাল বেশ আশা জাগানিয়া

ডিসেম্বর ২৭, ২০২১ ৮:০৬ পূর্বাহ্ণ । ১৯০ জন

বিদায়ী বছর ২০২১ সাল দেশের ক্রিকেটের জন্য সাফল্য-ব্যর্থতার মিশ্র এক সময়কাল। ছেলেদের ক্রিকেটে নিঃসন্দেহে একটি হতাশার বছর। বাজে পারফর্মেন্সের পাশাপাশি বিভিন্ন আভ্যন্তরীণ দ্বন্দ্বে টালমাটাল ক্রিকেট। অন্যদিকে বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে ২০২১ সাল বেশ আশা জাগানিয়া। স্বল্প হলেও দারুণ কিছু সাফল্য এসেছে এ বছরে। করোনা পরিস্থিতির কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরিস্কার করে বললে, কোভিড বিরতির পর আইসিসির সব শীর্ষ দেশের মেয়েদের ব্যস্ততা অনেক থাকলেও বাংলাদেশের মেয়েদের জন্য খুব বেশি ম্যাচের ব্যবস্থা করতে পারেনি বিসিবি। করোনাকাল শেষে সাফল্য দিয়েই শুরু হয় বাঘিনীদের আন্তর্জাতিক ক্রিকেট অভিযান। দীর্ঘ বিরতির পর মাঠে নেমে মেয়েরা প্রথম সুযোগেই জিম্বাবুয়ে সফরে সিরিজ জিতে নেয়। এরপর জিম্বাবুয়ের মাটিতেই পাকিস্তানকে হারিয়ে দুর্দান্তভাবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করে। পরে কোভিড পরিস্থিতির কারণে বাছাইপর্ব বাতিল হয়ে গেলে র‌্যাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে।