ঢাকাশনিবার , ২২ জানুয়ারি ২০২২

গ্রীনপ্লাজা রিয়েল এস্টেট কোম্পানীর “গ্রীন মোনোয়ারা প্যালেস”র কাজের উদ্বোধন

জানুয়ারি ২২, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ । ২৮২ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গ্রীনপ্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর চলমান আবাসন প্রকল্পের আওতায় চতুর্থ প্রজেক্ট “গ্রীন মোনোয়ার প্যালেস” প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২২ জানুয়ারি) নগরীর বরেন্দ্র  কলেজের দক্ষিন পাশে ঘোড়ামারায় ভিক্টোরিয়া রোড সংলগ্ন‍ এলাকায় এর উদ্বোধন করা হয়।

প্রকল্পটির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন। এসময় তিনি বলেন, আমাদের ওয়ার্ডে বেশ কিছু উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। তার মধ্যে গ্রীনপ্লাজা রিয়েল এস্টেট কোম্পানী তাদের একটি প্রকল্প চালু করেছে। তারা সফতার সাথে তাদের কাজ গুলো এগিয়ে নিতে পারে সেই শুভ কামনা রইল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রীনপ্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান ওয়ালিউর রহমান বাবু, গ্রীনপ্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক আব্দুল হাসিব পান্না, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ, পরিচালক শাহাদৎ হোসেন বাবু, পরিচালক ফরিদ উদ্দিন, পরিচালক আসাদুজ্জামান, পরিচালক সাদরুল ইসলাম, পরিচালক এনামুল হক, পরিচালক এস,এম আইয়ুব, চেম্বার সচিব মহঃ গোলাম জাকির হোসেন।

গ্রীনপ্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো বাসস্থান। আমারা সাধারন মানুষদের সামর্থ্যরে মধ্যে সর্ব্বোচ গুনগত মানের আবাসন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। ইতোমধ্যে আমাদের প্রকল্পগুলো জনগনের আস্থা অর্জন করেছে। পাশাপাশি আমাদের মার্কেটিং কার্যক্রমের কারনে বর্তমানে আমাদের ব্যান্ড সারাদেশে পরিচিতি লাভ করেছে। মূলত আমরা মানুষের আস্থা নির্ভর আবাসন প্রকল্প গড়ে তুলতে দৃঢ় প্রত্যয়।

এছাড়াও বিভিন্ন পেশাজীবি গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।