স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৯৪ জনের মধ্যে পাবনায় সর্বোচ্চ ২৪১ জন, রাজশাহী জেলায় ২৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪০ জন, নাটোরে ৮৫ জন, নওগাঁয় ৮৬ জন, সিরাজগঞ্জে ১৩১ জন, বগুড়ায় ১২৬ জন ও জয়পুরহাটে ৪৭ জন আছেন।
রাজশাহী বিভাগে ২০২০ সালের ১২ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বিভাগে মোট ১ লাখ ৯ হাজার ৯৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৬৭০ জন। গত ২৪ ঘণ্টায় চলতি বছরের মধ্যে সর্বোচ্চ ৬৩ জন করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রথম আলো