নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের থেকে মাদকদ্রব্যও উদ্ধার করে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র মি. গোলাম রুহুল কুদ্দুস বিয়ষটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ৩ জন ও ডিবি পুুলিশ ২ জনকে আটক করে।
যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত থেকে ১৩০ গ্রাম গাঁজা, ৬ গ্রাম হেরোইন, ১০ লিটার দেশীয় চোলাইমদ, ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।