ঢাকারবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২

রাজশাহীতে এইচএসসিতে পাসের হার ৯৭.২৯

ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১২:১৩ অপরাহ্ণ । ১৫১ জন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের ৩২ হাজার ৮০০ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর বোর্ডের ৯৭ দশমিক২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

রাজশাহী শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক মি. আরিফুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতবছর অর্থাৎ ২০২০ সালে এ বোর্ডের ২৬ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছিল। রোববার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, এ বছর রাজশাহী বোর্ড থেকে ১ লাখ ৫০ হাজারের বেশি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে ৮ জেলার ৭৬১ টি কলেজ থেকে এ সকল শিক্ষার্থী এইচএসি পরীক্ষায় অংশ নেয়। মোট ২০০ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Paris