ঢাকাসোমবার , ১৪ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

বাংলাদেশের গানে প্রথমবার বলিউডের নারগিস ফাখরি

ফেব্রুয়ারি ১৪, ২০২২ ৫:২২ অপরাহ্ণ । ৯৯ জন

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেল ‘মনেরই খবর’ শিরোনামের একটি গানচিত্র। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী লুইপা ও শামিম হাসান।

তবে এ গানচিত্রের সবচেয়ে বড় চমক বলিউডের নায়িকা নারগিস ফাখরির নাচ। বাংলা গানে এই প্রথম মডেল হলেন তিনি।

ক্লাসিক্যাল ঘরানার রোমান্টিক গানটির কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে নির্মিত। এর ভিডিও নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। নারগিসের সঙ্গে এতে মডেল হয়েছেন আসিফ আজিম।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) টিএম রেকর্ডসের ব্যানারে গানচিত্রটি প্রকাশ পেয়েছে। গানচিত্রটির স্টাইলিং ও প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।

এ প্রসঙ্গে সংগীতশিল্পী লুইপা বলেন, ‘ভালোবাসা দিবসে এমন একটি ভালোবাসার গান শ্রোতাদের সামনে উপস্থাপন করতে পারবো, কখনো ভাবিনি। কিছু কিছু গান থাকে যে গানগুলো শুনলেই মনে হয়, এ গান যদি আমি গাইতে পারতাম, এটি তেমনই একটি গান। ’

আরেক শিল্পী শামিম হাসান বললেন, ‘গানটি যখন তৈরি হচ্ছিল ঐ বিশেষ মুহূর্তটির সাক্ষী আমি ছিলাম। আমার মতে এটি যুগ যুগ টিকে থাকার মতো একটি গান। ’

টিএম রেকর্ডসের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে ‘মনেরই খবর’ প্রকাশিত হয়েছে।

বাংলানিউজ