ঢাকাবৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

প্রকাশ্যে জামার চেন খোলার অভিযোগ! কোথায় ‘গ্রেফতার’ পুনম পাণ্ডে

ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ । ১৩৬ জন

গ্রীনসিটি ডেস্ক:

ভারতীয় অভিনেত্রী পুণম পাণ্ডে বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন। এজন্য বিতর্ক তার চিরকালের সঙ্গী। খোলামেলা পোশাক পরার জন্য আগেও তিনি বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি পর্নকাণ্ডেও তার নাম জড়ায়। এহেন পুনম পাণ্ডেই এবার ‘জেলবন্দি’ হলেন। তাও কিনা প্রকাশ্য়ে জামার চেন খোলার অভিযোগে!

সম্প্রতি সেই শোয়ের একটা প্রোমো ভিডিও শেয়ার করেছেন প্রযোজক একতা কাপুর। সেখানেই বোল্ড অবতারে জামার চেন খুলতে দেখা গিয়েছে পুনম পাণ্ডেকে। এই অভিযোগে তিনি জেলবন্দি হন বলে ওই শোয়ে দেখা যায়।

আগেই শোনা গিয়েছিল যে একতা কাপুরের নয়া রিয়্যালিটি শো দেখা যাবে পুনম পাণ্ডেকে। সেই গুঞ্জনই সত্য়ি হয়েছে। শোয়ে অংশগ্রহণ করছেন পুনম। ২৭ ফেব্রুয়ারি থেকে এমএক্স প্লেয়ার এবং আল্ট বালাজি অ্যাপে দেখা যাবে। সঞ্চালনা করবেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

গত বছর পর্নকাণ্ডে নাম জড়ায় মডেল তথা অভিনেত্রী পুনম পাণ্ডের। আদালতের নির্দেশে গ্রেফতারির হাত থেকে রক্ষা পান তিনি।

কেবল বোল্ড লুক নন, ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্কে জড়িয়েছেন পুনম পাণ্ডে। সংসার জীবনে  নিজের স্বামী স্য়াম বম্বের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে দু’বার গ্রেফতারও হন স্য়াম বম্বে।