ঢাকাবৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

রাজশাহী সীমান্তে পাচারের সময় ৭০ ভরি স্বর্ণ জব্দ

ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ । ১০১ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৭০ ভরি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় স্বর্ণ পাচারকারী ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর গোদাগাড়ী থানার পাশেই পদ্মানদীর হাটপাড়াঘাট থেকে স্বর্ণের বারগুলো জব্দ করে পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মুক্তার হোসেন (৪০)। তিনি চাঁপাইনববাগঞ্জ জেলার রানীনগর (বকচর) গ্রামের মৃত সানাউল্লাহর ছেলে।

বিজিবির-৫৩ ব্যাটালিয়নের গোদাগাড়ী ক্যাম্পের সুবেদার আয়েন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বুধবার থেকে পদ্মা নদীর হাটপাড়া খেয়াহাট এলাকায় নজরদারি জোরদার করেন। পরে বৃহস্পতিবার সকালে ভারতে পাচারের উদ্দেশ্যে একটি নৌকা স্বর্ণের বারগুলো নিয়ে পদ্মানদী পার হওয়ার চেষ্টা চালায়। এ সময় সন্দেহভাজন ওই নৌকাটির গতিপথ রোধ করে বিজিবি সদস্যরা। পরে ওই নৌকা তল্লাশি করে সাতটি স্বর্ণের বার পাওয়া যায়। একেকটি বারের ওজন ১০ ভরি।

তিনি জানান, এ ঘটনায় পাচারকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা হবে।