ঢাকামঙ্গলবার , ১ মার্চ ২০২২
  • অন্যান্য

রাজশাহীতে একমাসে ২৩ নারী ও শিশু নির্যাতনের শিকার

মার্চ ১, ২০২২ ১০:৫৭ পূর্বাহ্ণ । ১২২ জন

নিজস্ব প্রতিবেদক:


চলতি বছরের পুরো ফেব্রুয়ারিতে রাজশাহীতে ২৩ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে সাতজন শিশু ও ১৬ জন নারী রয়েছে। এর মধ্যে একটি হত্যাকান্ড, পাঁচটি আত্মহত্যা, তিনজন ধর্ষণের শিকার। এছাড়া ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে একটি। নির্যাতন ও যৌন নির্যাতন ১০, নিখোঁজ ও অপহরণ ২, পর্নোগ্রাফীর শিকার এক জন নারী ও শিশু।

উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে পাঠানো রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে। লফস মনে করে রাজশাহী অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে।

ফেব্রুয়ারি মাসে চিত্রে উঠে আসে- মোহনপুরে দশম শ্রেণির ছাত্রী (১৫) প্রাইভেট পড়ে ফেরার সময় ৩ বখাটে ঐ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, রামেক হাসপাতালের এক্সরে কক্ষে চিকিৎসাধীন কিশোরী রোগীকে যৌন হয়রানির অভিযোগ, চারঘাট উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে খাদিজা খাতুন রিভাকে অপহরণের অভিযোগ, বাঘায় মনিবাজার এলাকায় দশম শ্রেণির ছাত্রী প্রাইভেট শেষে ফেরার পথে বখাটেরা ইভটিজিং এ বাধা দিলে ভাইকে মারধরের অভিযোগ, পুঠিয়া ভালুকগাছি ইউনিয়নের টোনাপাড়া গ্রামে চুরির অপবাদে কিশোর দোয়েলকে (১৭) হাত-পা বেধে নির্যাতন, নগরীর কলা বাগান এলাকায় মসজিদের খতিবের বিরুদ্ধে স্ত্রী মৌসুমীকে নির্যাতনের অভিযোগ।

লফস’র নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায় রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী – শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দিষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবি জানান।