ঢাকামঙ্গলবার , ১ মার্চ ২০২২
  • অন্যান্য

রাজশাহী সিটিতে ৮৫ শতাংশ মানুষ করোনা টিকার আওতায়

মার্চ ১, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ণ । ১৮৪ জন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) ৮৫ শতাংশ মানুষকে করোনার প্রথম ডোজ টিকার আওতায় আনা হয়েছে। নগরীতে ৫ লাখ ২৯ হাজার জনসংখ্যার মধ্যে কাউকে প্রথম, কাউকে দ্বিতীয় ও কাউকে বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে। সেই হিসেবে ১০ লাখ ১১ হাজার করোনা টিকার ডোজ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগম।

তিনি বলেন, নগরীতে করোনা টিকা নিতে বাকি আছে শূন্য থেকে ১২ বছরের নিচের শিশুরা। এছাড়া মোটামোটি সবাইকে করোনার টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। গত তিন দিনের টিকাদান কর্মসূচির শেষ দিন সোমবার (২৮ ফেব্রুয়ারি) ১ হাজার ৭২২ জনকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

এছাড়া গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রথমদিন করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ২৯ হাজার ৩০০ জন মানুষ। দ্বিতীয় দিন রোববার (২৭ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন ৩ হাজার ১০০ জন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাদের দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকা নিতে বাকি আছে, তাদের পর্যাক্রমে টিকা দেওয়া হবে। রাসিকের যে টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল সেটি অর্জিত হয়েছে।

Paris