টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন আসাদুজ্জামান নামে এক কলেজশিক্ষক। আহত ব্যক্তি জানান, তিনি তেজগাঁও কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন এলকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
টাঙ্গাইল স্টেশনের মাস্টার সোহেল মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া একই সময়ে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনেও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায়ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।- সূত্র: বাংলানিউজ