শনিবার, জুন ৩, ২০২৩
Homeআন্তর্জাতিকইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি ঘোষণা

ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি ঘোষণা

গ্রীনসিটি ডেস্ক:


রাশিয়ার আগ্রাসন শুরুর পর ১২ দিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। এই যুদ্ধে ইউক্রেন সেনাদের সঙ্গে বেসামরিক মানুষরাও অংশ নিয়েছে। এটা এখন জনযুদ্ধে রূপ নিয়েছে।

এমন পরিস্থিতিতে সোমবার (৭ মার্চ) ইউক্রেনের চার শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে বলে  আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের মধ্যে ‘মানবিক করিডর’ দিতেই ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সুমি শহরে এই যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া। যুদ্ধবিরতির সময় এই শহরগুলোতে কোনো ধরনের গোলাবর্ষণ করবে না বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।- বাংলানিউজ

সর্বশেষ সংবাদ

No posts to display