ঢাকামঙ্গলবার , ৮ মার্চ ২০২২

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালী মানববন্ধন

মার্চ ৮, ২০২২ ৭:২১ অপরাহ্ণ । ২৬৮ জন

নিজস্ব প্রতিবেদক:
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য”।
রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন কমিটি, রাজশাহী’র আয়োজনে এবং বিভিন্ন এনজিও ও সংগঠনের সমন্বয়ে রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় র‌্যালী, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
May be an image of 10 people, people standing and text that says "দিক WALTON METRO BREAK THE BIAS International Women's Day 8 March, 2022 BWCCI Bangladesh Women Chamber of Commerce & Industry Rajshahi Division"
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন)  মোঃ সুজায়েত ইসলাম।
May be an image of 9 people, outdoors and text
এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া)  মোঃ সাজিদ হোসেন, আরএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ও নারী পুলিশ সদস্যবৃন্দসহ বিভিন্ন এনজিও ও সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্যরা।

Paris