রবিবার, মার্চ ২৬, ২০২৩
Homeজাতীয়ঈদে একদিন বাড়তি নিলেই নয় দিনের ছুটি

ঈদে একদিন বাড়তি নিলেই নয় দিনের ছুটি

আসছে পবিত্র মাহে রমজান। পরম করুণাময়ের সন্তুষ্টিলাভের আশায় বিশ্ব মুসলিম সম্প্রদায় মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর উদযাপনের আনন্দে মেতে উঠবেন। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ঘিরে প্রতি বছরই নাড়ির টানে বাড়ি ফিরে মানুষ। নাগরিক ও কর্মজীবনের ব্যস্ততা মাড়িয়ে ওই সময় সবাই চায় যতটা সম্ভব পরিবার-পরিজনকে সময় দিতে। ফলে ঈদ এলেই কর্মজীবী মানুষের আলোচনায় আসে ছুটির প্রসঙ্গ।

মঙ্গলবার (৮ মার্চ) এ বছরের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সূচি অনুযায়ী, রমজান শুরুর সম্ভাব্য তারিখ ৩ এপ্রিল। ৩০ রোজা পূর্ণ হলে ঈদ উদযাপন হবে ৩ মে। সেক্ষেত্রে ঈদুল ফিতরে দেশের সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন।

ঈদের ছুটি মূলত তিনদিন। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটি ও মে দিবসের ছুটি মিলিয়ে এবার ঈদের ছুটি বেড়ে ছয় দিন হতে পারে।

ছুটির হিসাবে দেখা যাচ্ছে, ঈদের আগের শুক্রবার হচ্ছে ২৯ এপ্রিল। পরদিন শনিবার ৩০ এপ্রিল। ১ মে রোববার শ্রমিক দিবসের সরকারি ছুটি। সোম, মঙ্গল ও বুধবার যথাক্রমে ২, ৩ ও ৪ মে ঈদের সরকারি ছুটি মিলে মোট ছুটি দাঁড়াচ্ছে ছয়দিন।

এক্ষেত্রে ৫ মে বৃহস্পতিবার কেউ ছুটি নিতে পারলে ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) মিলিয়ে তিনি মোট ৯ দিন ঈদের ছুটি কাটাতে পারবেন।

সর্বশেষ সংবাদ

No posts to display