নিজস্ব প্রতিবেদক:
অর্ধকোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ ৪ জনকে আটক করায় মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবালসহ উদ্ধারকারী টিমের অন্যান্য সদস্যদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবং কর্মোদ্দীপনা প্রদানের লক্ষে পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় আরএমপি সদরদপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এ পুরস্কার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা মোড়ে একটি ট্রাক তল্লাশী করে অর্ধকোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্যকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়।