ঢাকাবৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২
  • অন্যান্য

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মার্চ ১০, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ । ১৪১ জন

নিজস্ব প্রতিবেদক:
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে প্রতিষ্ঠানটির বিজ্ঞান ভবন সম্প্রসারণ কাজের  উদ্বোধন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী, একাদশ শ্রেণির নবীন বরণ ও বার্ষিক ভোজ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্টানটিতে এসব অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন এবং সাংস্কৃতিক প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন, আরএমপি’র পুলিশ কমিশনার  মোঃ আবু কালাম সিদ্দিক।
May be an image of 8 people and people standing
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন)  মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)  মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর)  মোঃ রশীদুল হাসান পিপিএম সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষড. মোঃ গোলাম মাওলা।
উল্লেখ্য, পুলিশ কমিশনারের সার্বিক দিক নির্দেশনায় এবং শিক্ষক মন্ডলীর কঠোর পরিশ্রমে ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি ৯৯.৩৮% পাশের সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটি।