নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা শাহীন শাহ আলী শোভাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চিকিৎসা শেষে ঢাকায় আত্মীয়ের বাড়িতে অবস্থানরত মির্জা শাহীন শাহ আলী শোভাকে বৃহস্পতিবার (১০ মার্চ) দেখতে গিয়ে তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন রাসিক মেয়র।
এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।