ঢাকাবৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২

ছুরিকাঘাতে আহত রাবি শিক্ষার্থীকে ঢাকায় নেওয়া হলো

মার্চ ১০, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ । ২৩৭ জন

নিজস্ব প্রতিবেদক:


ছাত্রাবাসে ছুরিকাঘাতে আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাফফাত নাঈম নাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

জানা গেছে- রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাতপাল থেকে আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টার দিকে আহত ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। সেখানে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করার কথা রয়েছে।

রামেক হাসপাতাল থেকে নাফিকে বিদায় দিতে গেছেন- উপ-উপাচার্য টিপু, প্রক্টর, ছাত্রউপদেষ্টা, রাবির চিফ মেডিকেল অফিসার।

প্রসঙ্গত, বুধবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাবির বিনোদপুরের আমজাদের মোড়ের ‘এনআর’ ছাত্রাবাসে ছুরিকাঘাতের শিকার হন ওই শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আহত শিক্ষার্থী সাফফাত নাঈম নাফি। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার গ্ৰামের বাড়ি টাঙ্গাইলে।

Paris