গ্রীনসিটি ডেস্ক:
দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের বদলির আদেশ বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। এতে গত এক সপ্তাহের একাধিক আদেশের ৪৭৩ জন শিক্ষকের বদলির আদেশ বাতিল হলো। ফলে যে শিক্ষক যে বিদ্যালয়ে ছিলেন তিনি সেখানেই থাকবেন। গতকাল বুধবার মাউশি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এসংক্রান্ত আদেশ জারি করা হয়।
জানা যায়, সম্প্রতি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দুই হাজার ৬৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তাঁদের বেশির ভাগের ক্ষেত্রেই শিক্ষা মন্ত্রণালয় কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাজধানী ও জেলা শহরে পদায়ন দিয়েছে। অথচ ১৯৯৪ সালে জারি করা পরিপত্রে বলা হয়েছে, নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের প্রথমে উপজেলা বা থানা পর্যায়ে নিয়োগ দিতে হবে। এরপর জেলায় নিয়োগ দেওয়া হবে। তবে পদ শূন্য থাকা সাপেক্ষে পুরনো ও বিভাগীয় শহরেও নিয়োগের সুযোগ আছে।
পরিপত্র পুরোপুরি না মেনে বিপুলসংখ্যক শিক্ষককে বিভাগীয় ও জেলা পর্যায়ে নামিদামি স্কুলে পদায়ন দেওয়ায় অনেক বিদ্যালয়ে অনুমোদিত পদের চেয়ে জনবল বেশি হয়ে গেছে। এ কারণে নতুন শিক্ষকদের বেতন-ভাতা পেতে সমস্যা হচ্ছিল।- দৈনিক শিক্ষা