নিজস্ব প্রতিবেদক:
গ্রীনসিটি বনাম ও বরজাহান স্মৃতি’র মধ্যে প্রীতি ফ্রেন্ডশীপ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় গ্রীনসিটি বয়েজ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর বুধপাড়া নতুন ফ্লাইওভার মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়। গ্রীনসিটি ২৪ডট কম’র আয়োজনে গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লি.’র সার্বিক সহযোগীতায় এ খেলায় অনুষ্ঠিত হয়।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী চেম্বর অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সুলতান মাহমুদ সুমন। খেলায় স্পনসর করেন- খেলার সাথীর মালিক রবিউল আহম্মেদ শাহিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও অনলাইন নিউজ পোর্টাল ‘গ্রীনসিটি ২৪ ডটকম’র প্রকাশক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- অনলাইন নিউজ পোর্টাল ‘গ্রীনসিটি ২৪ ডটকম’র সম্পাদক জনাব, জাকির হোসেন।
খেলায় টসে জিতে ব্যাটিং এর সিন্ধান্ত নেয়- গ্রীনসিটি। নির্ধারিত ১৪ ওভারে বরজাহান স্মৃতিকে ১২৯ রানের টার্গেট দেয়। খেলায় ১১টি ছক্কা হাকিয়ে দলের জন্য সর্বোচ্চ রান করেন- আমিনুল ইসলাম। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন- আমিনুল ইসলাম। পরে বরজাহান স্মৃতি জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে। তারা নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রানে গুটিয়ে যায়।