নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্টিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৮ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
এ সময় আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক গ্রান্ড মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ কমিশনার আরএমপি পুলিশ লাইন্সের যানবাহন শাখা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন ও আরএমপি’র উর্দ্ধতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।