নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ মিনারে উঠে টিকটক ভিডিও তৈরির সময় ছয় তরুণ-তরুণীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। অভিযুক্তরা সেখানে টিকটকের অশালীন কার্যক্রম চালাচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
শনিবার (১৯ মার্চ) রাতে রাবির প্রক্টর দপ্তরে তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এর আগে একইদিন দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজ আহমেদ, শামীম রেজা, শাকিল, মলি খাতুন, সুমাইয়া সুলতানা, অর্পিতা, সজীব ইসলাম। এদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার অশালীন কার্যক্রম করছে কয়েকজন তরুণ-তরুণী এরকম খবর পাই আমরা। পরে সেখানে গিয়ে দেখি শহীদ মিনার বেদীতে জুতাপায়ে ওঠাসহ কিছু দৃষ্টিকটু ভঙ্গিতে ভিডিও করছিলো তারা। তারা টিকটক ভিডিও করছিল৷ তাদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।
তিনি আরো বলেন, দুপুরে আটক করে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। সবাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে ৷ ক্যাম্পাসে এসে অশালীন কার্যকলাপের সাথে যুক্ত থাকায় তাদেরকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।