গ্রীনসিটি ডেস্ক:
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী প্রাইভেট কারটিকে একটি ডাম্পট্রাক চাপা দিলে পাঁচ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনও পরে মারা যান।’
চট্টগ্রামের লোহাগাড়ায় ডাম্পট্রাকের চাপায় একটি প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
উপজেলার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লোহাগড়ার আমিরাবাদ এলাকার নাছির উদ্দীনের ছেলে হারুনর রশিদ, চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি এলাকার ফারুক হাসানের ছেলে রিজভী সাকিব, পাহাড়তলী এলাকার খাইরুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম এবং সাদমান। আরেকজনের পরিচয় জানা যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী প্রাইভেট কারটিকে একটি ডাম্পট্রাক চাপা দিলে পাঁচ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
‘এরপর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। গাড়ি জব্দ হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।’