তবে কৃতি মনে করেন, এ ব্যাপারে অক্ষয় কুমার ব্যতিক্রম। অক্ষয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আতরঙ্গি রে ছবির ক্ষেত্রে অক্ষয় যা করেছেন, তা প্রশংসনীয়। এই ছবিতে তাঁর চরিত্রটি ছোট হলেও ভালো ছিল। অক্ষয় অন্য অনেকের মতো নিরাপত্তাহীনতায় ভোগেন না। আর আতরঙ্গি রে ছবিতে তিনি তাঁর অংশটি সততার সঙ্গে করেছেন।
কৃতি নিজেকে ‘টাইপকাস্ট’ হিসেবে দেখতে মোটেও চান না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চিত্রনির্মাতাদের আমার প্রতি দৃষ্টিভঙ্গিতে অনেক বদল এসেছে। তাঁরা এখন আমাকে নানান বৈচিত্র্যময় চরিত্রের প্রস্তাব দিচ্ছেন। এখন তাঁরা জানতে চান যে আমি কী ধরনের ছবিতে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘এখন আমি সবাইকে জানাতে পারি যে আমি কী চাই। এখন যেমন আমি ধূসর চরিত্রে কাজ করতে চাই। আমার মনে হয়, দর্শক আমার মধ্যে এই বদল দেখতে পছন্দ করবেন।’ কৃতি ছবি নির্বাচন কীভাবে করেন, এর জবাবে তিনি জানান, ‘আমার মধ্যে এক সহজাত প্রবৃত্তি আছে, যা আমাকে সঠিক ছবি নির্বাচন করতে সাহায্য করে।’
বচ্চন পান্ডে ছবিতে তাঁকে দেখা গেছে চিত্রপরিচালকের ভূমিকায়। ভবিষ্যতে তিনি কি পরিচালনায় আসতে চান? কৃতি বলেন, ‘না, পরিচালনায় আসার কোনো ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই। অভিনয় করেই আমি খুশি।’ পরিচালকের দৃষ্টিভঙ্গি থেকে কোন দুই বলিউড তারকাকে তিনি রোমান্টিক জুটি হিসেবে পর্দায় দেখতে চান? এক মিষ্টি হাসি হেসে কৃতি জানান, ‘অবশ্যই শাহরুখ খান আর কাজল। তাঁদের দুজনকে ছাড়া কারও কথা ভাবতেও পারছি না।’
বচ্চন পান্ডে ছবিতে আরও আছেন অক্ষয় কুমার, জ্যাকুলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ারসি প্রমুখ। কৃতিকে প্রভাসের সঙ্গে আদিপুরুষ ছবিতে দেখা যাবে। ওম রাউত পরিচালিত এই ছবিতে এই জুটি ছাড়া সাইফ আলী খান মূল চরিত্রে আছেন। বরুণ ধাওয়ানের নায়িকা হিসেবে কৃতিকে ভেড়িয়া ছবিতে দেখা যাবে। টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে গণপত ছবিতে আসতে চলেছেন কৃতি।
প্রথম আলো