নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ড. হাছান মাহ্মুদ এমপি আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) এক দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি সকাল দশ’টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।
মন্ত্রী বেলা বারো’টায় দূর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগদান করবেন। এদিন সন্ধ্যা সাড়ে ছয়’টায় মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।