ঢাকাবৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২

রাজশাহী নগরীতে ট্রাফিক পুলিশ বক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন

মার্চ ২৪, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ । ১১৯ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে পুলিশি সেবার মান বাড়াতে ট্রাফিক পুলিশ বক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লক্ষীপুর এলাকায় ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের কাজের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

এসময় আরএমপির পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরবাসীকে পুলিশি সেবা দিতে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন, সাইবার ক্রাইম ইউনিটসহ বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ্য করেন তিনি।

May be an image of 7 people, people standing and outdoors

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, ট্রাফিক জোনের উপ-পুলিশ কমিশনার অর্নিবান চাকমা, বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেনসহ আরএমপির উর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধন শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।