নিজস্ব প্রতিবেদক:
আজ ২৬মার্চ স্বাধীনতা দিবস। শৃঙ্খল মুক্ত হওয়ার দিন। এই দিনটিকে বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ-উদ্দিপনার মধ্যে দিয়ে পালন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।
কর্মসূচিসমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নগরী প্রতিটি ওয়ার্ডে বঙ্গবন্ধুর ভাষণ ও জাগরনের গান প্রচার, সকাল সাড়ে ৮ টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে, শনিবার (২৬ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।
রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত র্যালিটি কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
র্যালিতে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।