নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শনিবার (২৬ মার্চ) প্রথম পহরে রাজশাহী নগরীর ভূবন মোহন পার্কের শহীদ মিনারে এই শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, শাহাদৎ হোসেন বাবু, মাসুম সরকার, রিয়াজ আহমেদ খান, পরিচালক সাদরুল ইসলাম, চেম্বার সচিব মহ. গোলাম জাকির হোসেন।