ঢাকারবিবার , ২৭ মার্চ ২০২২

রাজশাহীতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

মার্চ ২৭, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ । ২১৯ জন

গ্রীনসিটি ডেস্ক:

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রোববার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে বেলুন উড়িয়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ।

জেলা পর্যায়ে আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল জলিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ড. মো. অলীউল আলম, জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দীন।

এতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আকবর হোসেন।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলা পরিদর্শনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Paris