দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আধাবেলা সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রেন্টুর মৃত্যুর কারণে মঙ্গলবার আধাবেলা আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।
তিনি জানান, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রেন্টু গত তিনদিন আগে ব্রেন স্ট্রোক করে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তিনি মারা যান। যার জন্য মঙ্গলবার সকাল থেকেই দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
দুপুর ১২টার পর থেকে ভারত হতে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।- যুগান্তর