ঢাকাবৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২
  • অন্যান্য

রাজশাহী অঞ্চলের ২৫জন ইনসিটু সহকারী অধ্যাপককে পদায়ন

মার্চ ৩১, ২০২২ ১:২৪ অপরাহ্ণ । ১২১ জন

নিজস্ব প্রতিবেদক:

পদোন্নতি পেয়ে আগের সরকারি কলেজে ইনসিটু হিসেবে কর্মরত থাকা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত ১৪১ জন সহকারী অধ্যাপককে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে রাজশাহী অঞ্চলের ২৫ জন শিক্ষক রয়েছেন। তাদের আগের কর্মস্থলে অর্থাৎ ইনসিটু হিসেবে কর্মরত থাকা সরকারি কলেজেই সহকারী অধ্যাপক পদে পদায়ন দেয়া হয়েছে।

রাজশাহী বিভাগে ২৫ জনের মধ্যে পাবনার ৮, সিরাজগঞ্জের ২, চাঁপাইনবাবগঞ্জের ৩, রাজশাহীর ৭, বগুড়ার ৪ ও নওগাঁর ১ জন শিক্ষকের পদোন্নতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে- বুধবার (৩০ মার্চ) এসব শিক্ষককে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আদেশে তাদের ৫ এপ্রিলের মধ্যে ইনসিটু পদ থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

পদায়ন প্রাপ্তরা হলেন- রাজশাহী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল হাসান, একই কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা বানু, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মানিক হোসেন ও তোফায়েল আহম্মেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক আমিনুর রহমান, সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম, একই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হাছেনবু।

অন্যদিকে, পাবনার সরকারি টিচাস ট্রেনিং কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুধাংশ শেখর সরকার, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা বীথি, একই কলেজের মাহফুজুল বারী ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাইয়েদা তুননেছা, পাবনার সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজা ফেরদৌসী, একই কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছা. মাহমুদা আফরোজ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আজাদ হোসেন, পাবনার শহীদ বুলবুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ হোসেন,

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাগরী খাতুন, কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শামীম আহমেদ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হাসনেয়াতুন নেশা, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সালেহ উদ্দিন, একই কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ইবাহিম হোসেন, বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার মনিরুল হাসান এবং নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম।