গ্রীনসিটি ডেস্ক: সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর, জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারিসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১০ ককটেল উদ্ধার করা হয়।
সোমবার (৪ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক খোকন সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৩ এপ্রিল) রাতে শহরের সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লায় দারুল ইসলামী একাডেমিতে গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক খোকন সাহা জানান, দারুল ইসলামী একাডেমিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এসে নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছিল। পরে খবর পেয়ে রাতে সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১০টি ককটেল উদ্ধার ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়।- দৈনিক শিক্ষা