নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ১৮ জন চিফ ইন্সট্রাক্টরকে স্ট্যান্ড রিলিজ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে রাজশাহী অঞ্চলের দুইজন রয়েছেন। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার (৫ এপ্রিল) তাদের বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাজশাহী অঞ্চলের বদলিকৃতরা হলেন- সিরাজগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইনস্ট্রাক্টর (টেক) শাহনাজ আক্তারকে টাঙ্গাইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বদলি করা হয়েছে। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট এর চীফ ইনস্ট্রাক্টর (টেক) কম্পিউটার মু. আমিনুল ইসলামকে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে বদলি করা হয়েছে।
বদলিকৃত শিক্ষকদের অবিলম্বে তাদের বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।