নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে কমিউনিটি পুলিশিং এর “পাঠক উৎসব-২০২২” অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে এ পাঠক উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনারব মোঃ আবু কালাম সিদ্দিক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, রজাশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল।
প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ তৌহিদুল আরিফ সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসতিয়াক তানভীর, সাধারণ সম্পাদক, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং আরএমপি।