ঢাকাশনিবার , ৯ এপ্রিল ২০২২

ড্রেসিংরুমের দরজায় লাথি মেরে বিতর্কে মাহমুদউল্লাহ

এপ্রিল ৯, ২০২২ ৫:৩৫ অপরাহ্ণ । ১৩৭ জন

গ্রীনসিটি ডেস্ক:

ঘরোয়া লিগের উইকেট এবং আম্পায়ারিং নিয়ে শুরু থেকেই বিতর্কে আছে। বাজে আম্পায়ারিংয়ের কারণে স্টাম্পে লাথি মেরে গত বছর বিতর্কে জড়ান জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিবের মতো এবার বিতর্কে জড়ালেন বাংলাদেশ দলের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।

ঢাকা লিগের ম্যাচে পছন্দের উইকেট না পেয়ে মেজাজ হারিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিংরুমের কাচের দরজায় লাথি মারেন মোহামেডানের তারকা ব্যাটসম্যান রিয়াদ।

শনিবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেছিলেন মোহামেডানের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর ছোট ছোট জুটি গড়ে মোহামেডানকে মাহমুদউল্লাহই নিয়ে যাচ্ছিলেন লড়ার মতো অবস্থানে।
কিন্তু ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে ঘটে বিপত্তি। এনামুল হক জুনিয়রের অফ স্টাম্পের বাইরের আর্ম বলটি মাহমুদউল্লাহর ব্যাট ছুঁয়ে উইকেটকিপার জাকির হাসানের গ্লাভসে জমা পরে।

৫২ বল খেলে ২টি চার ও ২টি ৪৮ রান করে সাজঘরে ফেরার পথে মাঠের বাইরে থাকা মাঠকর্মীর দিকে ব্যাট উঁচিয়ে কী যেন বলছিলেন মাহমুদউল্লাহ। রাগে ফুঁসতে থাকা রিয়াদ ড্রেসিংরুমে প্রবেশ করেছেন দরজায় সজোরে লাথি মেরে।

আজকের ম্যাচের আগে ৭ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে মোহামেডান। ঢাকা লিগের সুপার লিগের দৌড়ে টিকে থাকতে হলে মোহামেডানকে আজ জিততেই হবে। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে মিরপুরের এমন অসমান বাউন্সের উইকেট নিয়েই হয়তো মাহমুদউল্লাহর যত হতাশা।

মাহমুদউল্লাহ আউট হওয়ার ঠিক পরের বলেই এনামুলের শিকার হন মোহামেডানের পেসার ইয়াসির আরাফাত। শেষ পর্যন্ত ৩৮.১ ওভারে ১৪৩ রানে অলআউট মোহামেডান। ৯.১ বলে ৪১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রূপগঞ্জের এনামুল।

যুগান্তর