রোববার রাতে ঢাকার আমিনবাজার এলাকায় ‘পাপ’ ছবির শুটিংয়ে এ ঘটনা ঘটে। এর পর থেকে মাহার অংশের শুটিং বন্ধ রয়েছে। শিডিউল বদলে অন্য শিল্পীদের নিয়ে কাজ এগিয়ে নেবেন পরিচালক।
ঘটনা নিশ্চিত করে পরিচালক সৈকত নাসির জানান, দৌড়ের চারটি শট নেওয়া হয়ে গিয়েছিল। শেষে একটি অ্যাঙ্গেল শট নিতে গিয়েই এই দুর্ঘটনা। তিনি বলেন, ‘মাহার কপালটাই খারাপ। দৌড়ের সব শটই নিয়েছিলাম। অ্যাঙ্গেল শটটি নেওয়া হলেই ওই দৃশ্য শেষ হয়ে যেত। কিন্তু তা আর হলো না। ঘটনার পর ওই দিন আর কোনো কাজ এগোয়নি। শুটিং প্যাকআপ করেছিলাম।’

দুর্ঘটনার দিনসহ মাহা চার দিন শুটিং করেছেন। ছবিতে তাঁর অংশের কাজ শেষ করতে আরও এক সপ্তাহ লাগবে। এ ব্যাপারে পরিচালক বলেন, ‘শুনেছি, মাহাকে দুই সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। তিনি হাঁটাচলা করতে পারবেন না। তাই শিডিউলে পরিবর্তন এনে অন্য শিল্পীদের অংশের কাজ করছি। আশা করছি মাহা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং কাজে ফিরবেন।’
এ ব্যাপারে মাহা বলেন, ‘আমি প্রথমে মনে করেছিলাম শুধু মচকেছে। ততটা গুরুত্ব দিইনি। কিছুক্ষণ পর দেখি পা ফুলে যাচ্ছে, ব্যথা বাড়ছে। এরপর দ্রুত হাসপাতালে গেলাম। আমি যেহেতু নিজেও ডাক্তার, সেখানে পরিচিত ডাক্তার ছিলেন। পরীক্ষা করার পর দেখা গেল পায়ের গোড়ালির জয়েন্টের কাছে হাড় ভেঙে গেছে। ডাক্তার হাঁটু পর্যন্ত প্লাস্টার করে দিয়েছেন।’
মাহাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকেরা। তিনি বলেন, ‘দুই সপ্তাহ কোনো মুভ করা যাবে না। একদম বিছানা থেকে নামা নিষেধ। কিন্তু আমি তো চুপচাপ থাকতে পারি না। আমার তো মনে হচ্ছে এক সপ্তাহ পরেই আবার শুটিংয়ে ফিরব।’ ‘পাপ’ ছবিতে আরও অভিনয় করছেন রোশান, ববি, আরিয়ানা প্রমুখ।