নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ৩৬ জন ভূমি মালিকদের মাঝে প্রায় দুই কোটি টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল হক, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুমন চৌধুরী।