রবিবার, মার্চ ২৬, ২০২৩
Homeখেলাধুলাআইপিএল দেখতে বেআইনিভাবে সীমান্ত পার, বাংলাদেশি তরুণ আটক

আইপিএল দেখতে বেআইনিভাবে সীমান্ত পার, বাংলাদেশি তরুণ আটক

গ্রীনসিটি ডেস্ক:

বিশ্বের সবচেয়ে জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। পুরো ক্রিকেটবিশ্বেই এই ক্রিকেট আসর নিয়ে চলে তুমুল উন্মাদনা।বাংলাদেশও এর বাইরে নয়। কিন্তু সেই উন্মাদনা মাত্রা ছাড়িয়ে গেলেই বাঁধে বিপত্তি। এমনই ঘটনা ঘটিয়ে ভারতে আটক হয়েছেন বাংলাদেশের এক তরুণ।

ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার‘ এমনটাই জানিয়েছে। জানা গেছে, ৩১ বছর বয়সী ওই যুবকের বাড়ি নারায়ণগঞ্জে। আইপিএলের ম্যাচ দেখতে সীমান্ত পেরিয়ে তিনি ঢুকে পড়েন পশ্চিমবঙ্গের উত্তর ২৩ পরগণায়। শুক্রবার রাতে তাকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।  

বিএসএফ-এর তরফ থেকে জানানো হয়েছে, ওই যুবক আইপিএলের ম্যাচ দেখতে ভারতে যান। বিএসএফ-এর একজন কর্মকর্তা বলেন, জেরায় ওই যুবক জানিয়েছেন, আইপিএলের ম্যাচ দেখতে মুম্বাই যাচ্ছিলেন তিনি। এজন্য এক দালালকে পাঁচ হাজার টাকা দিয়ে সীমান্ত পেরিয়েছেন তিনি। অবশ্য তাকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।  

এবারের আইপিএলে বাংলাদেশ থেকে শুধু মোস্তাফিজুর রহমান খেলছেন। বাঁহাতি পেসারের এবারের ঠিকানা দিল্লি ক্যাপিটালস।

সর্বশেষ সংবাদ

No posts to display