নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ৫৭ পিস ইয়াবা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত হলেন, মোসা: কুসুম বেগম(২৭)। সে মতিহার থানার চরশ্যামপুর গ্রামের মো: সুজনের স্ত্রী।
আজ আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল পৌনে ৭ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মহিলা অটোরিক্সা যোগে ইউসুফপুর থেকে ইয়াবা নিয়ে মিজানের মোড়ে আসবে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সকাল ৭ টায় কাটাখালী থানার চককাপাশিয়া এলাকায় ছদ্মবেশে অবস্থান করে আসামী কুসুম বেগমকে ৫৭ পিস ইয়াবা সহ আটক করে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।