ঢাকারবিবার , ১৭ এপ্রিল ২০২২
  • অন্যান্য

করোনায় ২০৬৯ মৃত্যু, শনাক্ত সাড়ে ৭ লাখ

এপ্রিল ১৭, ২০২২ ১১:৪২ পূর্বাহ্ণ । ১৬১ জন

গ্রীনসিটি ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় একই সময়ে বেড়েছে নতুন রোগী শনাক্ত।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৬৯ জন। একই সময়ে নতুন করে সাত লাখ ৫৯ হাজার ১৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এর আগের দিন শনিবার (১৬ এপ্রিল) বিশ্বে দুই হাজার ২৩৯ জনের মৃত্যু খবর পাওয়া যায়। আর করোনা শনাক্ত হয় ছয় লাখ ৯৮ হাজার ৬৩৭ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ২১ হাজার ৯৫৭ জনে। এছাড়া এখন পর্যন্ত ৫০ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার ৯৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ১৮৭ জন।

রোববার (১৭ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে এখনো করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই আছে ভারত। আর তিন নম্বরে ব্রাজিল।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১২ হাজার ৮৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৮০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ২৩ লাখ ৯ হাজার ১১৩ জনে। এদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১৫ হাজার ৪৪১ জন।

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৮ জনের। এ সময় মারা গেছেন পাঁচজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৭৮১ জন। আর শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৩০ লাখ ৪১ হাজার ৯৯৫ জনে।

এছাড়া ব্রাজিলে একদিনে ৩৩ জন, ফ্রান্সে ৬১, জার্মানিতে ১০৯, রাশিয়াতে ২৪০, দক্ষিণ কোরিয়ায় ২৭৩ ও ইতালিতে ১৩৩ জনের মৃত্যু হয়।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়ে গেছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জনে।

জাগোনিউজ