ঢাকাবুধবার , ২৭ এপ্রিল ২০২২

কবিতার নাম ‘মুসলিম’

এপ্রিল ২৭, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ । ৪১১ জন

মোঃ খালিদ হাসান কবির:
সত্য নাহি ভয় পায় কহিতে,
সত্য উজ্জ্বল, সত্য রহিবে, বহমান গতিতে

মুসলিম আমি সত্যি বলবো জপিতে
মুসলিম মরমরে, ঝড়ঝড়ে নাহি
ঝড়ে বাতাসে, উচ্ছল সমুদ্রের ললাটে
আমি আফ্রিকার জঙ্গল
বিজয় করেছি মঙ্গল

সাপ, বিচ্ছু আর সিংহের গর্জন
ভয় ডর লাগে না
রবও আছে মোদের

মুসলিম আমি নত নাহি আজ
জেল আর হেল
ডরে না কলিজা
ভাজি আর নাহি লাজে দুনিয়া

মুসলিম আমি সত্যে-ই আছি
রবোই আজীবন
কথা, গুলি বোম তালোয়ার
নাহি মোদের ডর লাগে কলিজাই

বঙ্গ আর সঙ্গ দিতে রাজি
হয়ে কাজি রঙ্গ লাইফ
যুদ্ধে আজি, মুসলিম রাজি
করবো ভাজি মিথ্যার পতন

মুসলিম আমি সংগ্রামী মই
সংগ্ৰাম রক্তে, ভক্তে নাড়িতে
কঠিন অগ্নি সহিতে, অহনা রসনা
বিলাসে নেই মোর বেদনা

মুসলিম আমি মরমরে ঝড়ঝড়ে নাহি

সত্য উজ্জ্বল, সত্য রহিবে, বহমান বহিতে
মুসলিম আমি সত্যি বলবো জপিতে
তাতে জান যাক বলিতে

ভরো যদি হাজতে, হাসি পায় জলেতে
পরিবার মরিবার তরে
জোনাকির রঙে ঝিলমিল মন
রাঙ্গে নাচে রাঙাতে

মুসলিম আমি সংগ্রামী আমি
সত্য বলবো কহিতে
আলি আর ওমর, খালিদের
ভাইয়েরা আজ আছে কয়েদি

মুসলিম আমি নত নাহি শীর
মিথ্যার দাড় দাঁড়িতে
মানবো না মানি না
সত্য উজ্জ্বল উল্কার আঘাতে

শয়তান পালাবে শুনিতে
মুসলিম আমি সংগ্রামী আমি
মুসলিম আমি মরমরে ঝড়ঝড়ে
নাহি লাজে রাঙা নীল রঙ আকাশে
কোরআনের পাতাতে
সত্য নাহি ভয় পায় কহিতে.(সংরক্ষিত)