ঢাকাশনিবার , ৭ মে ২০২২

নারী

মে ৭, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ । ৪৮৬ জন

মোঃ খালিদ হাসান কবির

নারী

ওরা নারী ওরা দেবী ওরা সঙ্গিনী

তারাই পুরুষের বাহুবল,

দিবা রাত্রি জেগে

কত করে সেবা শুশ্রূষা দল,

ওরা মিনমিনি

ওরা চিনচিনি

ওরা শাঙ্খিনী

ওরাই হস্তীর দল

ওরাই জেগেছে ওরাই মেতেছে

পুরুষ জাগাতে মাতাল,

ওরাই নারী, ওরাই ধাত্রী, ওরাই সঙ্গিনী

ওরাই -পুরুষের বাহুবল,

ওরা সর্বনাশী

ওরা সর্বহারা,

ওরা ভালবাসার ছায়াতল,

ওরাই ছাড়া জীবন বাঁচানো হয় জ্বালা

ওরাই ছাড়া জগত ভরেনা

পাখি ডাকে না সন্ধ্যায়,

ওরাই নারী ওরাই পারে,

নদী ছাড়া নৌকায় ডাঙ্গা,

ওরাই গড়ে ওরাই ভাঙ্গে ,

পুরুষ হৃদয়ের ধন

ওরা চিনচিনি

ওরা হস্তিনী

ওরা মিনমিনি

ওরা শঙ্খিনী ,

ওরাই বাছাই ওরাই করে

পুরুষের অর্ধাঙ্গীনি,

ওদের জ্বালায়

কত মরে ছেলেদের প্রাণ

বাঁচে কত হৃদয় অম্লান,

ওরাই জেগেছিল

ভাষা আন্দোলনে

লড়াই করেছিল স্বাধীন ট্রাজেডি

৭১ জল -কামান

ওরা নারী ওরা দেবী

ওরাই সঙ্গী

ওরাই পুরুষের বাহুবল,

ওরা কামিনী

ওরা যামিনী

ওরা নার্গিস ওরা ঘূর্ণিঝড়

ওদের ছাড়া সংসার চলেনা

চলেনা স্বর্গ নরক,

ওদের জ্বালায় ওদের চাকায়

পাগল হয়েছে এতিম

কত ছেলে মেয়েদের মুখ খানা,

ওরা নারী ওরা পাগলি

দিতে ভালোবাসার জয়গান,

সুখের নিহারী দুঃখের সাথী

একচুল করে না ফাঁকি

ওরাই নারী ওরা পারে

জগত ভরাতে প্রাণ,

ওরাই নারী,ওরাই পরী

ওদের শাসনে বাংলায় মরি,

ঘেউ ঘেউ করে কুত্তী নারী

স্বামী ছাড়া বিধবা নারী,

সংসার করে না ওরাই নারী

ওরাই পারে ছেলে‌ মেয়ে দের হারিয়ে

পরপুরুষদের বন্ধুত্বে,

ওরা লোভী ওরা সন্ত্রাসী

ওরা স্বর্গ ওরাই নরক,

ওরাই হলো পুরুষের বাহু,

নারী আছে বলেই উঠে সূর্য উঠে চাঁদ,

উঠে দিগন্তে পাখির ডাক

ওরা নারী ওরা অর্ধাঙ্গিনী

ওরাই নীশি রাতের আলো