জস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে ১০০ পিস ইয়াবা-সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত মো: রনি(২৮) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা এলাকার নুরুল ইসলামের ছেলে।
আজ রোববার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ১৪ মে বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া মডেল থানার তেরখাদিয়া এলাকায় একজন ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৫ টায় ঘটনাস্থল থেকে আসামি রনিকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার হয়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।