মোঃ খালিদ হাসান কবির
৭১-এর ছেলেরা ঘুমিয়ে কেন আজ
যাহার জন্য যুদ্ধ কর
তাহাদের নাই লাজ।
কবর থেকে উঠে এসে
ধর লাঠি সোঠা,
যাতে জীবন যাক
পূর্ণ হোক তথা।
সিংহ মসাই ঘুমিয়ে আছে সাঁঝে
তাহলে তো শেয়ালের বারটাই বাজে।
লুঙ্গি পরে গামছা বেঁধে
লড়লাম যেই সুখে,
সেই সুখের ই কাঁটা বেঁধে
বাজে বেদনার দুঃখে।
আরেকটা লড়াই লড়বো আমি কাঁধে
জোয়াল, লাঙ্গল লাঠি দিয়ে
পিঠবো তাদের ঘা যে।
৭১-এর যুবক রক্ত গরম মাঘে
এখনি কেমনে মেনে নিব
সত্যি মিথ্যের ঝাঁঝে।
খেলা দেখাও ছোট ছেলের
মোয়া হাতে নেড়ে,
বেলজ্জা না করে
নয়তো কেড়ে নেব-সবকিছু মেরে।
ওদের এখন পাঁঠার মত
ধরো টুটি চেপে,
পঙ্গ করে খেতে হবে
রাত দুপুর-ই ভোজে।
ভয় করলে ভয় পাবে
ভূড়ি ওয়ালা জাত,
৭১-এর যুদ্ধ করলো
তাদের নেই ভাত।