ঢাকাসোমবার , ৬ জুন ২০২২

রাজশাহী বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ২ লাখ

জুন ৬, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ । ১৩২ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় প্রায় ২ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ইতোমধ্যে ২৭০ কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সব কেন্দ্রে পরীক্ষার উপকরণ পাঠানোর কাজও পুরোদমে চলছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৯৬ হাজার ৬০০ শিক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ২৫১ জন। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ১৫৪ জন।

এ ছাড়া, বিভাগ উন্নয়ন পরীক্ষায় অংশ নেবেন ১৯৫ জন শিক্ষার্থী। বিজ্ঞান শাখা থেকে এবার ৮৭ হাজার ৬৮৪ জন, মানবিক শাখা থেকে ৯৯ হাজার ৫৮২ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৯ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, আগামী ১৯ জুন পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৬ জুলাই। অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষা বোর্ডসংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি ভিজিল্যান্স টিম গঠন করেছে।