ঢাকারবিবার , ১২ জুন ২০২২
  • অন্যান্য

শরীরে সার্জারির পরামর্শ, তবে নিজেকে বদলাতে রাজি নন রাধিকা

জুন ১২, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ । ২২৩ জন

গ্রীনসিটি ডেস্ক:

ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। একইসঙ্গে দক্ষিণী, বলিউড ও বাংলা ছাড়াও বিভিন্ন ইন্ড্রাস্টিতে কাজ করেছেন তিনি।

নানা ভাষার সিনেমায় চুটিয়ে অভিনয় করে আজ সাফল্যের শীর্ষে পৌঁছে গেছেন রাধিকা। কিন্তু, তাকেও ক্যারিয়ারের শুরুতে বেগ পেতে হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে শরীরে বিভিন্ন সার্জারি করার পরামর্শ দেওয়া হয়েছিল তাকে।

Radhika Apte Wiki, Movies, Marriage and Biography | Celebs Profiles

 

এই অভিনেত্রী বলেন, কখনো বলা হয়েছে আমার পায়ে সার্জারি করতে। কখনো বলা হয়েছে নাক ঠিক করাতে। কখনো আবার গালে অসুবিধা রয়েছে- এমনও বলা হয়েছে। এমনকী বোটক্স করানোর পরামর্শও দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আমার স্তনের আকার সঠিক নয়, তার জন্যও সার্জারি করতে বলা হয়েছে।

গায়ের রং নিয়েও সমালোচনা মুখে পড়তে হয়েছে রাধিকাকে। অভিনেত্রীর কথায়, চুল রং করার সিদ্ধান্ত নিতে ৩০ বছর কাটিয়ে ফেলেছি আমি। আমি নিজের গায়ে ইনজেকশন পর্যন্ত ছোঁয়াব না, সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই কখনো এসব পরামর্শ নিয়ে চাপ নিইনি। তবে প্রচণ্ড রাগ হতো।

তবে কারো পরামর্শ অনুযায়ী নিজেকে বদলাতে রাজি নন রাধিকা। আর সেই কারণেই এই ধরনের মন্তব্যগুলোকে পাশ কাটিয়ে গিয়েছেন তিনি। নিজের মতোই কাজ করে গেছেন এই অভিনেত্রী।

বাংলানিউজ