নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি হাসপাতাল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকেল সাড়ে ৪টায় সিটি কর্পোরেশনের হাসপাতালটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সহ সিটি কর্পোরেশনে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।