নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) বেলা ১২টায় রাজশাহী চেম্বারের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
পরিচালনা পর্ষদের এ তৃতীয় সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালক শাহাদৎ হোসেন বাবু, সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, হারুন-উর-রশিদ, আব্দুল গাফফার, মাসুম সরকার, আসাদুজ্জামান রবি, সাজ্জাদ আলী, মোস্তাফিজুর রহমান, এস.এম আইয়ুব এবং সচিবালয়ের সচিব মহ. গোলাম জাকির হোসেন ও সহকারী সচিব আব্দুল্লাহ আল ইয়াসিন।