ঢাকাসোমবার , ২০ জুন ২০২২
  • অন্যান্য

প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কর্মশালা

জুন ২০, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ । ১৭৭ জন

নিজস্ব প্রতিবেদক:


প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা (পিপিএফপি) বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) সকালে রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হন- মহাপরিচালক (গ্রেড-১) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু, এনডিসি।

বিশেষ অতিথি ছিলেন- লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই এবং লাইন ডিরেক্টর (pssm-fp), dgfp পরিচালক, মো. হুমায়ুন কবির তালুজদার, রাজশাহী পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেওয়ান মর্শেদ সামাদ, ডা. নূর নাহার পরিচালক সিসিএসডিপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ড. কুস্তুরী আমিনা কুইন। দিনব্যাপি কর্মশালায় ৩০ জন অংশগ্রহণ করেন।

অন্যদিকে, দু’দিন ব্যাপি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং ল্যাজিস্টিক ম্যানেজমেন্টের উপর ওয়ার্কশপ সকালে রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে শুরু হয়েছে।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হন- মহাপরিচালক (গ্রেড-১) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু, এনডিসি।

রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ড. কুস্তুরী আমিনা কুইন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই এবং লাইন ডিরেক্টর (pssm-fp), dgfp পরিচালক, মো. হুমায়ুন কবির তালুজদার, রাজশাহী পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেওয়ান মর্শেদ সামাদ, ডা. নূর নাহার পরিচালক সিসিএসডিপি।

Paris