ঢাকাসোমবার , ২০ জুন ২০২২

‘রাজশাহীর আম’

জুন ২০, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ । ৫৩৬ জন

মোঃ খালিদ হাসান কবির

বঙ্গ দেশের ফলের রাজা

রাজার শহর রাজশাহী।

ল্যাংড়া আম কি দারুন মজা

এই ফলটা গর্ব করে

রাজা কিংবা প্রজা,

পাকা আমের স্বাদ খেয়ে

জিহ্বাই আসে রস,

সেই কারণে রাজশাহী ই আমের এত ও যশ।

বৈশাখ মাসের ঝড় বাতাসে

ভোর, দুপুর বা রাতে,

আম কুড়ানোর ধুম পড়ে রয়

পাড়া গাঁয়ের সাথে।

হয়নি বলা তা তো

রাজশাহীর ই জাতে,

দেশ ছাড়িয়ে উড়ে চলে

ফজলি আমের ঢলে।

বঙ্গদেশের ফলের রাজা

রাজার শহর রাজশাহী।

মধুর রসে, রসে ভরা

ক্ষীরসা জাতের ছড়া,

সেথায় খেয়ে ছুটির দিনে

ঘুমিয়ে পড়ে ও জ্বিনে।

আহা, পাকা আমের স্বাদ টি

যায় না ভোলা সয়না,

পরের দেশে জি,আই পন্য

ধন্য হলো মানা।

কাঁচা কিংবা পাকা

তাহারি লোভে পড়ে,

গাঁও গ্রামে থাকা,

দুধের সাথে মিশিয়ে

কি যে মজা লাগে,

রাজশাহী ওই ক্ষীরসা আমের

কে নাহি কথা জানে,

তাইতো সবাই যেথাই থাকে

ফিরে রাজার ঘরে।